নতুন ওয়েব সিরিজে পাওলি দাম, দেখা যাবে প্রতিবাদী চরিত্রে
আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। চারপাশে নারী ক্ষমতায়নের সপক্ষে চর্চা শুরু হয়েছে। শিল্পেও সেই আঁচ লেগেছে। এবার নতুন ওয়েব সিরিজে এক প্রতিবাদী চরিত্রে দর্শক পাওলি দামকে দেখা যাবে। বাংলায় একাধিক নারীকেন্দ্রিক কনটেন্টে পাওলি নজর কেড়েছেন। এবার অভিনেত্রী নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। তার সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘কাবেরী’ মুক্তির অপেক্ষায়। পরিচালনায় সৌভিক কুন্ডু।
এই সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি। চরিত্রটি পারিবারিক হিংসার শিকার। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। আপাত ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়ায়, তার উত্তর দেবে এই সিরিজ। উল্লেখ্য, প্রথমে সিরিজের নাম স্থির হয়েছিল ‘গুটিপোকা’। পরে অবশ্য ‘কাবেরী’ নামটিই চূড়ান্ত হয়েছে।
বিজ্ঞাপন
নির্মাতাদের দাবি, সিরিজে পাওলি অভিনীত চরিত্রটির সফরের সঙ্গে সঙ্গেই রহস্য এবং চমক বুনে দেওয়া হয়েছে। সিরিজে পাওলির বিপরীতে রয়েছেন সৌরভ চত্রবর্তী। নতুন এই জুটি পর্দায় কী চমক হাজির করেন, তা নিয়ে ইতোমধ্যেই অনুরাগী মহলে কৌতূহল দানা বেঁধেছে।
আরও পড়ুন
পাওলির জানান, আমার কাছে কাবেরী শুধুই কোনও চরিত্র নয়, একটা আলাদা সফর। যেসব নারী ভুক্তভোগী, আশা করছি, এই সিরিজটা তাদের মনোবল জুগিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিতে সাহায্য করবে।
সৌভিকের এটাই প্রথম ওয়েব সিরিজ। সিরিজটির শুটিং শেষ হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, খুব এটি শিগগিরই মুক্তি পাবে ‘হইচই’-এ।
পিএইচ