অমিতাভ বচ্চনকে বলা হয় বলা হয় বলিউড শাহেনশাহ। তার জীবন বিবিধ অভিজ্ঞতায় পূর্ণ। দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন। এখনো তার সাফল্য বিস্ময়কর। তার কাছে জীবনবোধ শিক্ষণীয়। কিন্তু এখনো বাবা হরিবংশ রাই বচ্চনের শিক্ষা তিনি ভোলেননি। অনুরাগীদের মনে করিয়ে দিলেন সেই কথা।

সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই বাবার স্মৃতিচারণ করেন অমিতাভ। কখনো ভাগ করে নেন বাবার লেখা কবিতার পঙ্‌ক্তি। বাবার কাছে শেখা জীবনের গুরুত্বপূর্ণ পাঠ এবার অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিলেন বিগবি।

অভিনেতা তার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখেন, ‘জীবন যত ক্ষণ, সংঘর্ষ তত ক্ষণ।’ তিনি আরও লেখেন, ‘শ্রদ্ধেয় বাবার থেকে শেখা কথা।’

অমিতাভ যে ৮১ বছর বয়সেও লাগাতার কাজ করে চলেছেন, তা নিয়ে সম্প্রতি চর্চা শুরু হয়। অভিনেতা তার জবাবও দেন। তিনি বলেন, ‘আমারও স্বাধীনতা রয়েছে কাজ করে যাওয়ার। আমি আমার কাজ করে যাব।’

অমিতাভকে দর্শক সম্প্রতি ‘কল্কি: ২৮৯৮’ সিনেমায় দেখেছেন। এ ছাড়াও অভিনেতা ‘কউন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত। সিনেমা থেকে রিয়্যালিটি শো— সর্বত্র স্বমহিমায় বিরাজমান হিন্দি ছবির মহাতারকা। ক্লান্তি নেই তার। শিক্ষণীয়ই বটে।

এমএ