অনুরাগ কাশ্যপের প্রশংসা করে যা বললেন নওয়াজ
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’। ভক্ত-অনুরাগীদের কাছে ইতোমধ্যেই এই সিনেমা ‘কাল্ট’ তকমা পেয়ে গিয়েছে। এদিকে পরিচালক অনুরাগ কাশ্যপের প্রশংসা করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
তবে প্রথমবার ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ দেখে মোটেই ভাল লাগেনি নওয়াজের। নিজের অপছন্দের কথা অনুরাগকে জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর ‘ফার্স্ট কাট’ মানে প্রথম খসড়া দেখে তার একেবারে ভাল লাগেনি। মনে হয়েছিল এটা কী বানিয়েছে অনুরাগ। কিন্তু এই সিনেমা যখন কানস্ ফিল্ম ফেস্টিভ্যালে দেখলাম তখন চমকে গিয়েছিলাম। বুঝেছিলাম কেন অনুরাগকে জিনিয়াস বলা হয়।
আরও পড়ুন
নওয়াজ আরও বলেন, ‘ভারতীয় ছবির ধারণা বিশ্ববাজারে বদলে দিয়েছে অনুরাগ। সবাই সাধুবাদ জানিয়ে তা গ্রহণও করেছে। বারবার বলছি ও এককথায় জিনিয়াস, বলতে আক্ষেপ হয় কিন্তু এটাই সত্যি যে নিজের দেশে দাম পায় না অনুরাগ। অথচ এই দেশের বাইরে গোটা বিশ্ব ওকে মানে।’
‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছাড়াও অনুরাগ কাশ্যপের পরিচালনায় আরো একাধিক ছবিতে কাজ করেছেন নওয়াজ। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ‘রমন রাঘব ২.০’। অনুরাগের পরিচালনায় নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস্’-এও অন্যতম মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল এই অভিনেতাকে।
এমআইকে