ঈদুল ফিতর উপলক্ষে সুরকার রাজন সাহা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া থেকে মাসব্যাপী ৬টি গান নিয়ে আসছেন। এরমধ্যে পাঁচটি রাজন সাহার সুর ও সংগীতায়োজনে, একটি সংগীতায়োজনে।

রাজন সাহার সুর ও সংগীতায়োজন করা গানগুলো হলো-মোহাম্মদ শহিদুর রহমানের কথায় নচিকেতা চক্রবর্তীর ‘নীল আকাশের প্রান্তে’, সোমেশ্বর অলির কথায় কুমার শানু ও বাংলাদেশের তারান্নুম আফরিনের ‘ভালো আছি ভালো থেকো’, তৌফিকা আজাদের কথায় ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের প্রথম বিজয়ী নোলক বাবুর ‘অজানা ভুলে, মোহাম্মদ সোয়াইবের কথায় সাইফ শুভ'র ‘যত দূরে যাও’ এবং নবাগতা শিল্পী জারা বীরের ‘পিছুটান’। এটির কথাও লিখেছেন রাজন সাহা।

এছাড়া পলিন কাউসারের কথা ও সুরে দেশের জনপ্রিয় গায়িকা ন্যানসির ‘শুকনো মোমবাতি’ গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

সবকটি গানই ‘স্টুডিও জয়া'র অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশ পাবে বলে জানান রাজন সাহা।

তিনি বলেন, ‘প্রতিবারই ঈদ উৎসবে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন গান প্রকাশ করে থাকি। এবারের গানগুলোতে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ভারতের দুই কিংবদন্তি গায়ক-নচিকেতা ও কুমার শানু। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’

আরআইজে