পশ্চিমবঙ্গের আরজি কর কাণ্ডে রাজপথে নেমেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। নিজের সিনেমার প্রচার বন্ধ রেখে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের ভেতরে জমে থাকা সব দুঃখ-কষ্ট-ক্ষোভ তুলে ধরে একটি কবিতা শেয়ার করেছেন রাজপত্নী। 

‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!’ শিরোনামে ওই কবিতায় অভিনেত্রী লিখেছেন, ‘থাকবো না আর নিয়মে বাঁধা। মানব না কোনও রীতি। সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের? ওরা তাহলে কী করবে? নিয়মে এবার বাঁধবো ওদের। যারা কুড়ে কুড়ে খাচ্ছে মোদের। অনেক হয়েছে নোংরামি। অনেক করেছ পাপ?’

এখানেই শেষ নয়। প্রশ্ন ছুঁড়ে অভিনেত্রী বলেন, মেয়েদের দিকেই তোলা হয় আঙুল। মেয়েদের ধর্ষনের পর তার পোশাক এবং আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। শুধু তাই নয়, শুভশ্রী আরও জানতে চাইলেন, ‘তাই তো ফেসবুকজুড়ে পোস্টের বন্যা, আমরা নাকি পতিতা! আমরা নাকি নষ্টা! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!’

তবে এই স্ট্যাটাসেও সমালোচনার মুখে পড়েছেন নায়িকা। একজন লিখেছেন,  ‘দিদির থেকে পারমিশন নিয়েছিলেন এসব করার আগে?’ অপর একজনের মন্তব্য, ‘আপনার স্বামী কী পদত্যাগ করেছে? না আমি কোনও কাপুরুষ, বেকার, যারা সারাদিন তারকাদের ট্রোল করে, আমি কলকাতার এক সম্মানীয় বাসিন্দা।’

আরেকজন লেখেন, ‘আগে নিজের স্বামীকে টিএমসি পার্টি থেকে রিজাইন দিতে বলো, সত্যিই যদি এর বিরুদ্ধে লড়াই করো। সেই ক্ষমতা আছে? তোমার রাজকে বলো যাতে পার্টি থেকে রিজাইন দেয়।’

এর আগে শুভশ্রীর স্বামী রাজ বলেন, আরজি করকে ঢাল বানিয়ে একাংশ টার্গেট করছে বাংলা ইন্ডাস্ট্রিকে। তার কথায়, ‘প্রত্যেকে নিজের মতো করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। একজন ব্যক্তির সঙ্গে অপরের প্রতিবাদের ভাষা না মিললেই তাকে আক্রমণ করার প্রবণতা তৈরি হচ্ছে। খুব খারাপ লাগছে এসব দেখে।’

এনএইচ