কোনোদিন দাদাগিরিতে যাইনি, আর যাবও না : স্বস্তিকা
পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার ‘মহারাজা’ সৌরভ গাঙ্গুলি।
চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় সৌরভ বলেছেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজি করে যে রকম ঘটনা ঘটেছে, তা যেকোনো জায়গায় ঘটতে পারে।’
বিজ্ঞাপন
তবে আবার সৌরভ এটাও বলেছেন, ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।’
তার এই বক্তব্যে ভালোভাবে নেনটি টলিউড তারকারা। যাদের মধ্যে রয়েছেন স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্ররা।
আরও পড়ুন
নাম না নিয়েই সৌরভকে কটাক্ষ করেছেন স্বস্তিকা। বললেন, সৌরভ গাঙ্গুলির ‘দাদাগিরি’ শো-তে তিনি কোনওদিন যাননি। আর কখনও যাবেনও না।
সৌরভের প্রতিক্রিয়ার জবাবে ফেসবুকে স্বস্তিকা লেখেন, ‘আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাব না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না।’
এরপরই অভিনেত্রী লেখেন, ‘ধর্ষণ, খুন কোনও অ্যাক্সিডেন্ট নয়। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা তো নয়ই। আর আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই সেফ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ– রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে / করে। জেনে বুঝে করেছে /করে! যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন।’
এর আগে সৌরভকে উদ্দেশ্য করে অভিনেত্রী শ্রীলেখা বলেন, ‘সরি টু সে সৌরভ, আমি সত্যিই দুঃখিত তোমাকে মানুষ দাদাগিরি, ক্রিকেট, মহারাজা আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো! ’
এই অভিনেত্রী আরও বলেন, ‘এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে- পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গেছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তারা মানুষ বলার যোগ্য নয়। তাদের টেনে নিচে নামিয়ে আনা উচিত।’
এনএইচ