বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন দিলীপ কুমার বণিক, অতিরিক্ত সচিব।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

এর আগে গেল ৩০ জানুয়ারি এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠন। সে সময় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন তারা। দাবি তোলা হয়, নুজহাতকে এফডিসিকে ঢুকতে না দেওয়া এবং তার অপসারণের। 

অবশেষে এফডিসির মুখ্য রদবদল হল; ব্যবস্থাপনা পরিচালক পদে নুজহাতের স্থলাভিষিক্ত হলেন দিলীপ কুমার বণিক।

ডিএ