পদাতিক ছবিতে ‘অপরাজিত’র দৃশ্য ব্যবহার!
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। মৃণাল সেন এবং সত্যজিৎ রায় নাম দু’টি বাঙালি জীবনে প্রায়শই একত্রে উচ্চারিত হয়।
তাই মৃণালের জীবনের কথা বলতে হলে অনিবার্য ভাবে চলে আসেন সমসাময়িক সত্যজিৎ। ছবির ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে বিদেশে ‘পথের পাঁচালী’ প্রশংসিত হওয়ার দৃশ্য। একই সঙ্গে সেখানে সত্যজিতের ঝলকও মিলেছে। সেই চরিত্রে দেখা যাচ্ছে জীতু কমলকে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন যে, দৃশ্যগুলি অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবি থেকে নেওয়া হয়েছে। কারণ, অনীকের ছবিতে সত্যজিতের চরিত্রে জীতুই অভিনয় করেছিলেন। সেই ছবিতে ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি তুলে ধরা হয়েছিল।
আরও পড়ুন
এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনীক বলেন, ‘ট্রেলার আমার বেশ ভালোই লেগেছে। আমার ছবির সত্যজিতের জন্য ওদের কাজটা যে অনেকটা সহজ হয়ে গিয়েছে, সে কথাও ওরা আমাকে জানিয়েছে।’
সৃজিতের সঙ্গে অনীকের দীর্ঘ দিনের সম্পর্ক। বিশেষ করে ফিরদৌসুলের সঙ্গে একাধিক ছবি করেছেন অনীক। তিনি বললেন, ‘ফিরদৌসুলের সঙ্গে আমি পরপর ছবি করেছি। সৃজিত নিজে থেকে ‘আপরাজিত’র স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিল। আমাদের দীর্ঘ দিনের বন্ধুত্ব।’
কিন্তু, দৃশ্যগুলি ব্যবহারের বিষয়টা কি তিনি শুরু থেকেই জানতেন? অনীক বললেন, ‘আমি জানতাম না। তাই শুরুতে একটু অবাক হয়েছিলাম। জানলে আমি তো বাধা দিতাম না! আমাকে আগে জানালে আমি খুশি হতাম।’
এই প্রসঙ্গে ফিরদৌসুল বলেন, ‘সমস্যার কোনও কারণ নেই। কারণ দুটো ছবির স্বত্ব আমাদের কাছে আছে। ছবিটার অনেক দিন ধরে শুটিং চলছে। অনীকদাকে অনেক আগে আমি একবার বিষয়টা জানিয়েছিলাম। আমাদের মধ্যে এটা নিয়ে কথা হয়ে গিয়েছে।’
এমআইকে/