মাইকেলের যে বিষয়টি নিজের মধ্যে ধারণ করতেন সোনু নিগম
সারাবিশ্বের কিংবদন্তী শিল্পী, মার্কিন পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে চেনেন না এমন কেউ নেই। সংগীত ইতিহাসে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে বিবেচিত হয়েছেন তিনি। এমনকী যার মৃত্যুর পরও বেড়েছে ভক্ত-অনুরাগীর সংখ্যা।
এমন একজন কিংবদন্তী শিল্পী বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা হতে পারে, তা বলা বাহুল্য। এখনও বিশ্বের অনেক তাবড় মিউজিশিয়ানরা তাকে অনুসরণ করেন। তার গায়কী ও ভঙ্গি অনুপ্রেরণা যুগিয়েছে বহু সংগীতশিল্পীদের। তাদের একজন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেলকে তার সম্মানের জায়গাটা তুলে ধরেন তিনি। জানান, মাইকেলের একটি ভঙ্গি নিজের মধ্যে ধারণ করেছিলেন সোনু। শুধু তাই নয়, সেই ভঙ্গি তার পেশাদারি কাজেও যোগ করেছিলেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে সোনু জানান, ২৭ বছর আগের ‘পারদেশ’ ছবিতে তার গাওয়া একটি গানে এমনভাবেই মাইকেলের যোগসূত্র রয়েছে। সোনুর কথায়, ‘গানটির সংগীত পরিচালকদের জোর গলায় গানটি গাইতে পারব বলে জানিয়েছিলাম। কারণ গানটি ছিল ওয়েস্টার্ন ঘেঁষা। তখন মাইকেল জ্যাকসনের গান বিশ্বব্যাপী জনপ্রিয় এবং আমিও সেসব গান শুনতাম। কিন্তু গানের সংলাপের চেয়ে ভাল লাগত মাইকেল জ্যাকসনের গানের সুর। একইসঙ্গে ভাল লাগত তার গাওয়ার ভঙ্গি।’
আরও পড়ুন
সোনু আরও বলেন, ‘মাইকেল বিশেষ করে গান গাওয়ার ফাঁকে যখন 'আহ' বলে উঠতেন, দারুণ লাগত শুনতে। সেটা মাথায় ছিল। ‘ইয়ে দিল দিওয়ানা’ গানের রেকর্ডিংয়ের সময় সুযোগ বুঝে সেটা করে দিয়েছিলাম। রেকর্ডিং স্টুডিওতে সেদিন হাজির ছিলেন সুভাষ ঘাই নিজে। আমার এই কাণ্ড দেখে চমকে উঠেছিলেন। তবে তার ভাল লেগেছিল। তাই শেষপর্যন্ত এই গানে আমার 'আহ'টা থেকে যায়। পরে এই বিষয়টির জন্য শ্রোতা- দর্শকের কাছে খুব বাহবা পেয়েছিলাম। কিন্তু এই বিশেষ ছন্দে 'আহ' বলে ওঠা যে মাইকেল জ্যাকসনকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম, তা অনেকেই হয়তো জানেন না।’
উল্লেখ্য, দু'দশকের বেশি সময় ধরে বলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে নিজের আসন পাকা করে রেখেছেন সোনু নিগম। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘পরদেশ’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের কণ্ঠে সোনুর ‘ইয়ে দিল’ গানটি রাতারাতি জনপ্রিয় করে তোলে সোনুকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।
ডিএ