কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন দেশজুড়ে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি তখনই মাত্র ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল বনে গেছেন পারসা মাহজাবীন পূর্ণী নামের এক তরুণ সংগীতশিল্পী। 

গত ২৮ জুলাই (শনিবার দিবাগত রাতে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি গানের ভিডিও প্রকাশ করেন। যেখানে উকুলেলে বাজিয়ে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা নিয়ে গান গাইতে দেখা গেছে তাকে। 

গানের শুরুটা ছিল, ‘ভুলে যাই আমি ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি।’

‘আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাঈদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক, কালো রাত আর স্মরণ করুক রেলটাকে......।’

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। গত একদিনে শুধু এই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকেই গানটি দেখেছে প্রায় ৩০ লাখের বেশি মানুষ। গানটি শেয়ার হয়েছে ৩৪ হাজারের বেশি। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকারাও রয়েছেন।  

গানটি প্রসঙ্গে ফেসবুকে এই তরুণ শিল্পী লিখেছেন, ‘গানটা লিখতে মনে হয় আমার দশ মিনিটও লাগেনি। কতটা কষ্ট নিয়ে লিখেছি আমি জানি। আমি চাই, আমার বাংলা মা আবার সুস্থ হয়ে ফিরুক।’

সহিংসতায় নিহতদের বিচার দাবি জানিয়ে পূর্ণী আরও লেখেন, ‘আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক। আর কোনো মায়ের কোল খালি না হোক। আমি চাই, সব সহিংসতার বিচার হোক। আমার ভাই-বোনদের রক্তের দাম দেওয়া হোক। আমার জায়গা থেকে হয়তো আমি এতটুকুই দিতে পারি।’

এদিকে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পূর্ণীর এই গান শেয়ার করে লিখেছেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন প্রজন্ম! এই প্রজন্মের বিবর্তন দেখে গর্বিত! শ্রদ্ধা ও ভালোবাসা নেবে।’

এনএইচ