কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল সারাদেশ। এতে সাধারণ শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় চিন্তিত দেশের সব স্তরের মানুষ। ইতোমধ্যে দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকারা শিক্ষার্থীদের নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। এবার জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চার সন্তান সামাজিক মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে কথা বললেন।

গত বুধবার ফেসবুকে একটি পোস্ট করেন হুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ হুমায়ূন। ওই পোস্টটির মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে নুহাশ নিজের এবং তার বড় তিন বোনের মতামত তুলে ধরেছেন।

নুহাশ হুমায়ূন লিখেছেন, ‘আমরা বড় হয়েছি মুক্তিযুদ্ধের গল্প শুনে। আজকের বাংলাদেশ তৈরির পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকার কথা জেনে। আমরা ছাত্রদের পাশে আছি। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, যেখানে সহিংসতা নেই।’

হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ হুমায়ূন একজন শহীদ মুক্তিযোদ্ধার উত্তরসূরি হিসেবে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে পোস্টটি করেছেন বলেও উল্লেখ করেন। সেখানে চার ভাইবোনের নামও জুড়ে দেন নুহাশ।

উল্লেখ্য, গত রোববার থেকে চলা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এখনও চলমান। এরই ধারায় বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। ইতোমধ্যে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শোবিজ অঙ্গনের অনেকে। তাদের মধ্যে আছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও তালিকায় আছেন বুবলি, অপু বিশ্বাস, পরীমণি, পূজা চেরি, মোস্তফা সরওয়ার ফারুকী, জিয়াউল হক অপূর্ব, নিলয় আলমগীর, সাবিলা নূর, সাদিয়া আয়মান, সুমন আনোয়ার, আশফাক নিপুণ, রুকাইয়া জাহান চমক, আরএসফাহিম চৌধুরী, তাসরিফ খান, ইফতেখার রাফসান ও সালমান মুক্তাদিরসহ অনেকে।

ডিএ