কোটা আন্দোলন
বিষাদে ভরে উঠছে তারকাদের টাইমলাইন
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারাদেশ। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত-জখম হন শিক্ষার্থীরা; যার ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়।
সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরতে দেখে অন্য সবার মতই বিষাদের দাগ লাগে তারকাদের মনেও। তাই তো সমাজমাধ্যমের পাতায় সকলের প্রায় একই প্রশ্ন- শিক্ষার্থীদের রক্ত ঝরছে কেন?
বিজ্ঞাপন
এ বিষয়ে সরব হতে দেখা গেলো অভিনেতা সিয়াম আহমেদকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানালেন নিজের মতামত। লিখেছেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’
আরও পড়ুন
ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরেরও সিয়ামের মত একই চাওয়া। সমাজমাধ্যমে লিখেছেন, ‘আর কোনও রক্ত না ঝরুক’
এর আগে অভিনেত্রী বুবলীও এক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’
আন্দোলনরত শিক্ষার্থীদের দুর্বিষহ অবস্থা দেখে ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তিন শব্দের কথায় বললেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান।’
নির্মাতা ও অভিনেতা সুমন আনায়ারও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লিখেছেন, ‘দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধইঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা ‘ক্ষমতা’ হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধইঞ্চা!’
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের জেরে সোমবার থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে শতাধিক ছাত্র-ছাত্রী আহত ও গুলিবিদ্ধ হয়েছেন।
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরীমণি, পূজা চেরি, জিয়াউল হক অপূর্ব, সাদিয়া আয়মান, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ও কনটেন্ট ক্রিয়েটর আরএসফাহিম চৌধুরী, সংগীতশিল্পী তাসরিফ আহমেদ, ইফতেখার রাফসানসহ অনেকে।
ডিএ