‘তুফান’ কতটা ব্যবসাসফল, জানালেন রাফী
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে রায়হান রাফী নির্মিত শাকিব খানের ‘তুফান’ সিনেমা। ছবিটি ভারতে মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পরিচালক রায়হান রাফী। সেখানে তুফানের ৩টি সিক্যুয়েল নির্মাণের খবর আনেন নির্মাতা। এছাড়াও দুই বাংলায় এই ছবির প্রভাব, এবং ‘তুফান’ কতটা ব্যবসাসফল, তা নিয়ে আলোচনা করেন রাফী।
ভারতে ‘তুফান’ কতটা চললো, তা নিয়ে রাফী জানান, ছবিটি যারা দেখেছেন, তাদের ভালো লেগেছে। রাফীর কথায়, ‘বাংলার বেশিরভাগ দর্শক সহজ-সরল। আর তাদের চিন্তাধারায় নির্মিত হয়েছে এই ছবি। প্রচারের শুরুতেই বলেছিলাম,‘কেজিএফ’, ‘পুষ্পা’ বা ‘অ্যানিম্যাল’-এর মতো ছবি হবে ‘তুফান’।’
বিজ্ঞাপন
কিন্তু সামাজিক মাধ্যমে ছবির ব্যবসা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। যেমন ‘হাওয়া’ বা ‘সুড়ঙ্গ’-এর মতো ছবি বাংলাদেশের দর্শকের পছন্দ হলেও ভারতে বক্স অফিসে ছবিগুলির ব্যবসা ছিল অপ্রত্যাশিত।
এ প্রসঙ্গে রাফী বলেন, ‘আমার বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে। এক দিনে তো নজির তৈরি হয় না। ছোট ছোট পদক্ষেপে একদিন সাফল্য আসবেই। এদিকে বলিউডের অনেক ছবি কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে পারছে না। এ পারে ‘হাওয়া’র পর ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছি। ‘তুফান’-এ সেটা আরও একটু ভাল হয়েছে।’
আরও পড়ুন
বাংলাদেশে তুফানের ব্যবসা কতটা হয়েছে, সে প্রসঙ্গে রাফী বলেন, ‘তুফান বড় বাজেটের ছবি। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি। অসাধারণ ঘটনা। তার মানে, বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে। ছবিটির জন্য বেশ কিছু বন্ধ প্রেক্ষাগৃহ নতুন করে চালু হয়েছে। অনেক হল মালিক ব্যবসায় খুশি। তারা জানিয়েছেন, এই টাকায় হল মালিকরা আগামী কয়েক বছরের হলের খরচ তুলে নিয়েছেন।’
উল্লেখ্য, গেলো ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। এই সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফী। শুরু থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি, একের পর এক রেকর্ড গড়েছে, ভেঙেছে।
ডিএ