যেভাবে মদ্যপানের নেশা ছেড়েছেন জাভেদ আখতার
বর্ষীয়ান গীতিকার ও কবি জাভেদ আখতার। একটা সময় ছিল যখন তিনি প্রতিদিন মদ পান করতেন। এবার আরবাজ খানের টক শো দ্য ইনভিন্সিবলস সিরিজ সিজন ২-তে এসে স্বামী জাভেদ আখতারের মদ্যপানের বদ অভ্যাস নিয়ে মুখ খুললেন শাবানা আজমি।
তিনি জানান, একটা সময় ছিল যখন বর্ষীয়ান এই গীতিকার প্রতিদিন মদ পান করত। পরবর্তীতে কীভাবে সেই স্বভাব ত্যাগ করেন, তাও খোলসা করেন শাবানা।
বিজ্ঞাপন
শাবানা আজমি বলেন, জাভেদ আমাকে বলেছিল ‘এভাবে চলতে থাকলে আমি বেশি দিন বাঁচব না এবং আমি আমার সৃজনশীল কাজও ঠিক করে করতে পারব না।’। আমরা যখন লন্ডন ভ্রমণে গিয়েছিলাম সে সময় তিনি এত মদ্যপান করেছিল যে, তার শরীর থেকে গন্ধ বের হচ্ছিল। আমি শুধু বলেছিলাম, ‘ওহ মাই গড, এই ট্রিপের মধ্যেও এমন হতে চলেছে।’
তিনি বলেন, উনি কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, ‘আমাকে কিছু ব্রেকফাস্ট বানিয়ে দাও’। ব্রেকফাস্ট বানানোর পর তিনি আমাকে বলেন, ‘আমি আর কখনো (মদ্যপান) করব না।’
সেই দিনগুলির স্মৃতিচারণ করে শাবানা বলেন, ‘আমি তার কথায় অবাক হয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, ‘মানে?’ । তাতে তিনি বলেন, ‘আমি আর কখনো পান করব না’। তারপর থেকে তিনি আর কোনও দিন মদ স্পর্শও করেননি। এরকম অবিশ্বাস্য ইচ্ছাশক্তি তার পক্ষেই সম্ভব।’
আরও পড়ুন
এর আগে জাভেদ আখতার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি মাত্র ১৯ বছর বয়সে মদ্যপান শুরু করি। পরে এটি একটি অভ্যাসে পরিণত হয়। তার আগে পর্যন্ত আমার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। তারপর তো সাফল্যের পর আমার হাতে বেশি করে টাকা আসতেও শুরু করে। এরপর একটা সময় এসেছিল যখন আমি দিনে এক বোতল করে পান করতাম।’
উল্লেখ্য, ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন জাভেদ-শাবানা। ১৯৮৪ সালের ৯ই ডিসেম্বর বিয়ে করেন তারা। শোনা যায়, আলাদা থাকলেও তখনও প্রথম স্ত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদ হয়নি জাভেদের। দুই সন্তান (ফারহান-জোয়া), স্ত্রী হানি ইরানির সঙ্গে ১২ বছরের দাম্পত্য ভুলে নতুন সংসার গড়েছেন জাভেদ আখতার।
বর্তমানে অবশ্য বেশ গভীর সম্পর্ক শাবানার সঙ্গে জোয়া আর ফারহানের। ফিল্ম স্ক্রিনিং, পার্টি এবং ইভেন্টে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি, গত বছর লন্ডনে ফ্যামিলি ট্রিপের ছবি দিয়েছিলেন জাভেদ। যেখানে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল স্বামী জাভেদ আখতার, ফারহান আখতার, শিবানী দান্ডেকর ও শাবানা আজমিকে ।
এমআইকে/