মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। এদিকে ভিনদেশেও ‘তুফান’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড গড়ার প্রস্ততি নিতে চলেছে ছবিটি।

যুক্তরাষ্ট্রে গত ২৮ জুন থেকে শুরু হয়েছে ‘তুফান’ সিনেমার প্রদর্শনী। নিউইয়র্কে দুটি সিনেমা হলসহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ২২টি হলে সপ্তাহব্যাপী চলবে শাকিব খান অভিনীত সিনেমাটি। 

খবর পাওয়া গেছে, সিনেমা শুরুর প্রথম দিনেই ১০টি হল কানায় কানায় পূর্ণ ছিল। নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে প্রচুর দর্শক টিকিট কাটতে না পেরে ফেরত গেছেন। 

এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা ছয় বছর ধরে ৪৫টি সিনেমা দেখিয়েছি। প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি। ‌আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রে ‘পরান’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘তুফান’। ‘পরান’–এর ২ লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছিল। জ্যামাইকা সিনে কমপ্লেক্স বন্ধ না হলে আমরা ‘হাওয়ার’ রেকর্ড ভাঙতে পারতাম।

মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ‘তুফান’ হাউজফুল। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে, এমনটি ধারণা করা হয়েছিল আগেই। অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে;  সিনেমাটি গড়ছে একের পর এক রেকর্ড। মুক্তি পাওয়ার ১০ দিন পরও দেশের স্ক্রিনে বেড়েই চলেছে রায়হান রাফী নির্মিত এই সিনেমাটি।

কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেয়ে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ বাংলাদেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে।

এর আগে রায়হান রাফী জানিয়েছেন, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে ‘তুফান’র এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

‘তুফান’ এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

ডিএ