সোনাক্ষীর বিয়ের পরই হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা!
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। রোববার (২৩ জুন) সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।
জাহির-সোনক্ষীর রিসেপশন পার্টির একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর স্বামী-স্ত্রী হিসেবে জীবন শুরু করেছেন এ তারকা দম্পতি। বিয়ের পর ফ্যামিলি ডিনারের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিজ্ঞাপন
বিয়ের ৫ দিন পরে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের শত্রুঘ্ন সিনহাকে দেখতে গেলেন জাহির-সোনাক্ষী। রুটিন চেক আপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে হাসপাতালের বাইরে নবদম্পতির গাড়ি দেখে পাপারাৎজ্জিরা ছুটে আসেন। আপাতত তিনি সুস্থ আছেন বলেই জানা গেছে।
আরও পড়ুন
জহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে প্রথমদিকে এ অভিনেত্রীর বাড়িতে কেউ খুশি ছিলেন না। শত্রুঘ্ন সিনহা সংবাদমাধ্যমকে প্রথমে বলেছিলেন, মেয়ের বিয়ের বিষয়ে কিছু জানেন না। আজকের প্রজন্ম মা-বাবাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করে না।
তবে পরবর্তীতে জানিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। মেয়ে-জামাইকে আশীর্বাদ করবেন। বিয়ের সময় বাবাকে জড়িয়েই জাহিরের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন সোনাক্ষী সিনহা।
রিসেপশনের রাতে সোনাক্ষী পরেছিলেন উজ্জ্বল লাল বর্ণের ব্রোকেট বেনারসি। ছিমছাম সাজেই নজর কেড়েছেন। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, মানানসই জুয়েলারি, কপালে ছোট লাল টিপে নববধূ সোনাক্ষীর রূপে মুগ্ধ সকলে। রিসেপশন পার্টিতে সোনাক্ষী যে শাড়িটি পরেছিলেন তার দাম কত জানেন? লেভেলের ওয়েবসাইট অনুযায়ী, সোনাক্ষীর বিয়ের শাড়ির দাম ৭৯ হাজার ৮০০ টাকা।
এমআইকে/