কখনো ব্রাজিল, কখনো আর্জেন্টিনা- কাকে সমর্থন করেন মেহজাবীন?
বুধবার সকালে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি। গ্যালারিতে বসেই মেসিদের এই ম্যাচ উপভোগ করেছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আর্জেন্টিনার জার্সি গায়ে আলবিসেলেস্তেদের হয়ে গলা ফাঁটিয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কোপা আমেরিকা ২০২৪’র ছবি’।
বিজ্ঞাপন
মেহজাবীনের সেই পোস্ট দেখেই তার পুরোনো একটি ছবি নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে ২০২২ সালে ব্রাজিলের জার্সি গায়ে দেখা মিলেছে অভিনেত্রীর। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ছবি প্রকাশ করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’।
বলে রাখা ভালো, মেহজাবীন যখন ছবিটি প্রকাশ করেছেন তখন ফুটবল বিশ্বকাপের জোয়ারে মেতেছিল পুরো বিশ্ব। ৫টি বিশ্বকাপ জয়ের পর হেক্সা মিশনে মাঠে নেমেছিল নেইমারের ব্রাজিল। কিন্তু মিশন হেক্সা সফল হয়নি সেলেসাওদের।
আরও পড়ুন
বুধবার (২৬ জুন) কোপা আমেরিকায় মাঠে থেকে মেহজাবীনের আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিদের সমর্থন দেখার পরে অনেক ভক্তরাই অভিনেত্রীর পুরোনো ছবি নিয়ে মজা করছেন। অনেকেই প্রশ্ন করছেন, মেহজাবীন ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দলের সমর্থক?
বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয় মেহজাবীনের সঙ্গে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। মুঠোফোনে মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, আর্জেন্টিনা-চিলির এই ম্যাচে মেহজাবীনের সঙ্গে গ্যালারিতে হাজির ছিলেন সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুজনেই ক্যামেরাবন্দী হয়েছিলেন একসঙ্গে।
মেহজাবীন-ফারিণদের মাঠে থাকার ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ সময়ের গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। ফলে পরপর দুই জয়ে কোপার সুপার এইট নিশ্চিত করল মেসিরা।
এনএইচ