পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দেন অধিকাংশ তারকাই। কে কী কোরবানি দেন, তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে চরমে। গত কয়েকদিন আগে বিএফডিসিতে গরু কোরবানি দেওয়ার কথা জানান ঢালিউড চিত্রনায়িকা পরীমণি।

শুধু মুসলিম ধর্মাবলম্বী তারকারাই নয়, অন্য ধর্মের অনুসারী তারকাদেরও এই কোরবানিতে অংশ নেওয়ার কথা শোনা গেছে। তাদের মধ্যে বিদ্যা সিনহা মিম- প্রতি বছরের ঈদুল আজহায় তার বাসার গৃহকর্মী ও ড্রাইভারের জন্য কোরবানির পশু কেনেন, এবং তাতে অংশ নেন। 

এবার এই ধর্মীয় উৎসবে যোগ দিলেন আরেক ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। জানা গেছে, ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দেবেন তিনি। ইতোমধ্যে এই নায়িকা একটি সাদা রঙের ছাগলও কিনেছেন বলে খবর মিলেছে।

প্রসঙ্গত, এবারের ঈদে অপু বিশ্বাসের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে ঈদের পর তিনি দর্শকদের ধামাকা দেবেন বলে জানিয়েছেন। বর্তমানে এই চিত্রনায়িকা ব্যস্ত আছেন বিভিন্ন ব্যবসাভিত্তিক কর্মকাণ্ড নিয়ে। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেলটিও দাঁড় করানোর কাজে ব্যস্ত তিনি। সেখানে বিভিন্ন রেসিপির ভিডিও প্রকাশ করে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন অপু বিশ্বাস।

ডিএ/