সমালোচিত কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল সারাদেশ। নেট দুনিয়ায় এখনও থেমে নেই আলোচনা-সমালোচনা। বিজ্ঞাপনটির জের ধরে এখন রীতিমতো সমালোচনায় অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা; যাদেরকে বয়কটের পাশাপাশি তাদের অভিনীত নাটকগুলোও বয়কটের ডাক দিয়েছেন সাধারণ জনগণ।

সম্প্রতি ঈদে আসন্ন কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’ এ অভিনয় করেছেন জীবন ও শিমুল। আর তার জের ধরে ওই নেটিজেনদের একাংশ অমির ‘ফিমেল ৪’ বয়কটেরও আওয়াজ তোলেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হলো ‘ফিমেল ৪’। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা শিমুল শর্মাসহ ওয়েবফিল্মটিতে কাজ করা প্রায় সকলেই।

প্রিমিয়ার শেষে অভিনেতা শিমুল শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় কোকাকোলার বিজ্ঞাপনে কাজ করার বিষয়টিকে তিনি ‌‘ভুল’ বলে উল্লেখ করে ভবিষ্যতে আরও সতর্কভাবে কাজ করার কথা জানান।

শিমুল বলেন, ‘আমার সাথে যেটা ঘটেছে, সেটা শিক্ষণীয়; প্রতিটি শিল্পীর জন্যেই তা শিক্ষণীয়। আমি আসলে যা বলার, ফেসবুকের মাধ্যমে তা দর্শকদের মাঝে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে আর কিছু বলার নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। একটা ভুল হয়েছে, সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করবো।’

এর আগে বয়কটের হুমকিতে পরে সামাজিক মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চান শিমুল শর্মা। সেই পোস্টে শিমুল উল্লেখ করেছেন, ‘আমি আর ভবিষ্যতে কোন কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো।’

উল্লেখ্য, জনপ্রিয় ইউটিউব ভিত্তিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ‘নোয়াখালীর শিমুল’ নামের একটি চরিত্র অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছেন শিমুল শর্মা।

ডিএ/