‘লক্ষ্মী ভাণ্ডার’ ট্রোলে বিরক্ত হয়ে যা লিখলেন পরমব্রতের স্ত্রী
ভারতের লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। পরে নির্বাচনে বিজেপির দাপট কমার পাশাপাশি ইনডিয়া জোট শক্তি বাড়ালে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় চলা ‘লক্ষ্মী ভাণ্ডার’ ট্রোল নিয়ে কথা বললেন তিনি।
লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই বেশ সমালোচিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী ইত্যাদির মতো প্রকল্প। অনেকেরই মতে মূলত বাম এবং বিজেপি সমর্থকদের মতে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতাসহ রাজ্য সরকারের পক্ষ থেকে যেসব ভাতার ব্যবস্থা করা হয়েছে, সেগুলো না কি স্রেফ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। এবার এই বিষয়ে প্রতিবাদ করলেন পিয়া চক্রবর্তী।
বিজ্ঞাপন
লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চলা ট্রোলের প্রতিবাদে সীমান্ত গুহঠাকুরতা নামক এক ব্যক্তি একটি পোস্ট করেন। সেটিই শেয়ার করেন পিয়া চক্রবর্তী।
তারপর সেই পোস্টে তিনি লেখেন, এগুলো শুনেও যারা হাহা রিঅ্যাক্ট দেবেন বা কদর্য ভাষায় আক্রমণ করতে আসবেন, তাদের এইটুকুই বলার, যে চালিয়ে যান। আত্মসমীক্ষা না করে এগিয়ে চলুন। তৃণমূল কংগ্রেস খুবই সমস্যাজনক। তার শক্তিশালী বিরোধিতা দরকার। তবে, আপনারা সেই যোগ্যতা অর্জন করতে পারছেন না কেন, তাও বুঝতে পারছি। আপনারা বরং মিম বানাতে থাকুন আর খিল্লি করতে থাকুন। বামেদের ঔদ্ধত্য আর ভিক্টিম কার্ডের খেলা দেখে আরও হতাশ।
কে কী বলছেন?
কেউ কেউ যেমন বিজেপিকে সমর্থন করেছেন। কেউ আবার পিয়ার এই পোস্টের বিরোধিতাও করেছেন। এক ব্যক্তি লেখেন, সব গর্ত থেকে বেরোচ্ছে ধীরে ধীরে। মা-মাসিদের নিয়ে আকুল হয়ে চোরদের সমর্থন করছেন।
কেউ আবার লেখেন, এরা মনে মনে আসলে বিজেপির দোসর। সীমান্ত খুবই আদর্শবাদী ও আবেগপ্রবণ মানুষ, ওর লেখা মন ছুঁয়ে যায় বরাবর, অনেক কিছুই শিখি।
কেএ