বিধিনিষেধের শঙ্কা, তুফান হয়ে গেল ‘দেশি’ ছবি
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের ‘তুফান’। গত বুধবার দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। এরই মধ্যে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান চলচ্চিত্রটির নিজস্ব প্রচারে কাজ করছে। প্রতিষ্ঠানগুলো হল- ভারতের এসভিএফ, বাংলাদেশের চরকি ও আলফা আই স্টুডিওস।
‘তুফান’ ছবি নির্মাণের আগে ‘দম’ নামের আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয় এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু বারবার যৌথ প্রযোজনার বিষয়টি গণমাধ্যমে আসলেও ছবিটির সেন্সর ছাড়পত্রে দেখা গেল শুধু আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়ার নাম।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে। সমালোচনাকারীদের মতে, ঈদ উৎসবে যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিধিনিষেধ এড়াতেই শেষ পর্যন্ত তুফানকে দেশি ছবি হিসেবে দেখানো হয়েছে।
আরও পড়ুন
তবে এর ব্যাখ্যা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
শাহরিয়ার করিম ভূঁইয়া জানান, তুফান ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। সে কারণে সেন্সর ছাড়পত্রে তার নাম লেখা। কারণ, এটা একটা বাংলাদেশি সিনেমা। এছাড়া চরকি হলো ডিজিটাল পার্টনার ও এসভিএফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর।
অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ইতোমধ্যে প্রকাশিত টিজার ও গান ‘লাগে উড়াধুরা’ ব্যাপক প্রশংসিত দুই বাংলায়।
গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যদিও তার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।
ডিএ/