নিজ দেশের প্রতিনিধিত্ব করতে ঢাকায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় টিভি সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। পশ্চিমবঙ্গের রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান থেকে বাংলাদেশেও প্রিয়মুখ হয়ে ওঠেন তিনি। তারই ধারাবাহিকতায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে এই রাঁধুনিকে।

গতকাল সোমবার ঢাকায় রওনা হন সুদীপা চ্যাটার্জি। ছেলের সঙ্গে বিমানবন্দর থেকে একটি সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করেন তিনি। এই সঞ্চালিকা জানান,  ‘আরেকটা নতুন সফর শুরু করলাম বাংলাদেশে। নতুন একটা রান্নার শো সঞ্চালনা করছি। যেখানে পদ্মাপারের জনপ্রিয় নায়িকা তারিন জাহানের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেব আমি। সবথেকে ভালো বিষয় হল, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। আমার এবং আমার পরিবারের সকলের জন্য নিঃসন্দেহে একটা গর্বের মুহূর্ত। আমার নয়নমণি আদিদেবকেও নিয়ে চললাম আমার সঙ্গে।’

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে সুদীপা বলেন, ‘এখানে ভারতের সব প্রদেশের অনেক রান্না থাকবে; অবশ্যই বাঙালি রান্নাও থাকবে। মহানায়ক উত্তম কুমারের পছন্দের খাবারও অনুষ্ঠানে রান্না করার কথা ভেবেছি।’

দীর্ঘ ১৭ বছর ধরে রান্নার অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন সুদীপা চ্যাটার্জি। বিকেল হলেই রান্নার রকমারি রেসিপি শিখতে টিভির সামনে বসে যেতেন দর্শকরা। তবে গত দেড় বছর আগে বন্ধ হয়ে যায় সুদীপার পথচলা। নতুন কোনো শো-এর সঞ্চালনার দায়িত্বও দেওয়া হয়নি তাকে। যদিও সুদীপা এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন। পরে শো-এর ধরন দেখে মত বদলে নিয়েছিলেন এই সঞ্চালিকা।

ডিএ/