ব্যক্তিগত জীবনকে সেভাবে কখনও সামনে আনেন না অভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলি। তার স্ত্রী-কন্যা প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকেন। গতকাল বৃহস্পতিবার ছিল তাদের বিবাহবার্ষিকী। এ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছান জানান অভিনেতা।

পোস্টে মীর ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি ডাক্তার। ২৭ বছর, তারপর আর কে গোনে…’

অভিনেতার এ পোস্টে শুভেচ্ছা জানান অনেকে। একজন লিখলেন, ‘আরও একবার এটা সত্যি প্রমাণ হলো… দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতে একইরকম দেখতে হয়ে যায়।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘মিসেস ক্যাপ্টেন খুব সুন্দরী। আপনাদের দুজনকেই বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা’। 

১৯৯৭ সালের ১৬ মে বিয়ে করেন মীর আফসার আলি। স্ত্রীর নাম সোমা ভট্টাচার্য। তিনি পেশায় একজন ডাক্তার। দেখতে দেখতে বিয়ের বয়স ২৭ বছর পার হলো।

রেডিওতে কাজের সূত্রেই মীরের সঙ্গে আলাপ হয় সোমার। মীরের শো শুনে ফ্যান লেটার লেখেন সোমা। সেটি রেডিওতে পড়েও শোনান মীর। এরপর একটি টিকিট উপহার দেওয়া হয় সোমাকে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের। সেখানে গিয়ে মুখোমুখি দুজনে। আলাপ গড়ায় বন্ধুত্ব, তারপর প্রেমে।

খুব ছোট্ট পরিসরেই বিয়েটা করেছিলেন সোমা আর মীর। দুজনেই তখন ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই করছেন। তাই সাদামাটা আয়োজন হয়েছিল কাছের বন্ধু ও গুটিকয়েক পরিবারকে নিয়ে। প্রথমে রেজিস্ট্রি, আর তারপর সনাতন মতেই বিয়ে করেছিলেন সোমা আর মীর। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, নাম মুসকান। 

এমএ