সুশান্তের প্রেমিকা রিয়ার পোস্টে প্রেমে পড়ার ইঙ্গিত
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার শেষ নেই। অভিনেতার মৃত্যু নিয়েও রয়ে গিয়েছে নানা রহস্য। এরইমধ্যে নতুন করে প্রেমে পড়ার গুঞ্জন উঠেছে রিয়ার বিরুদ্ধে।
সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামের পোস্ট দেখে এমনটাই মনে করছে নেটিজেনরা।
বিজ্ঞাপন
ইদানীং সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ রিয়া। যখন যা করছেন, তখন সেই মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। ঠিক তেমনই গতকাল সোমবার ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে রিয়া লিখেন, ‘চ্যাপ্টার ২’। আর তা থেকেই অনেকে মনে করছেন রিয়া নতুন প্রেমে পড়েছেন।
গুঞ্জনে রয়েছে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকছেন। তবে এ বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।
২০২০ সালে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারপর থেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়। সে বছরের ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল জেল। পরে অভিনেত্রীকে জামিন দেওয়া হয়।
এমএ