তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। আরআর ছবির সৌজন্যে এখন গোটা দুনিয়া দক্ষিণী সুপারস্টারকে একনামে চেনে। এমন তারকার সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। ডক্টরেট সম্মাননা পেলেন রামচরণ।

চেন্নাইয়ের ভেলস বিশ্ববিদ্যালয় থেকে রামচরণকে এই সাম্মানসূচক ডক্টরেট দেওয়া হয়। 

শুধু অভিনেতা নন, দক্ষিণী তারকা একজন সফল প্রযোজকও। সিনেমায় তার অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। শনিবার এই অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের মুখ্য অতিথিও রামচরণই ছিলেন।

হায়দরাবাদের কলেজ থেকে পড়াশোনা শেষ করেন রামচরণ। তার পর কিশোর নমিত কাপুরের অভিনয়ের স্কুলে ভর্তি হয়ে যান। পুরী জগন্নাথের পরিচালনায় ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে রামচরণের অভিনয় সফর শুরু হয়। তার ‘মগধীরা’ সিনেমার কাহিনী অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব।

অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির আরআর ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে বিশ্বে সুখ্যাতি। 

এদিকে ১১ বছরের দাম্পত্যের পর আবার সন্তানসুখ পেয়েছেন রামচরণ। গত বছরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী উপাসনা। মেয়ের নাম রেখেছেন ক্নিল কারা কোণিদেলা। 

২০২৪ সালে এস শংকরের পরিচালনায় তৈরি ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেছেন রামচরণ। ছবিতে তার বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী।

এমএসএ