প্রিন্স মাহমুদ আমাদের লেভেলের না, বললেন শুভ্র দেব
দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। যেখানে বিনোদন অঙ্গন থেকে ১০ জন পাচ্ছেন এই সম্মাননা।
সেই তালিকায় রয়েছেন সংগীত তারকা শুভ্র দেবের নাম। যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুকে এক পোস্টে এই শিল্পী লিখেছেন, ‘আলাউদ্দিন আলী এবারও একুশে পদক পেলেন না। এন্ড্রু কিশোর বেঁচে থাকলে আলাউদ্দিন আলীকে পদক না দিয়ে তাকে দেওয়া হচ্ছে জানতে পারলে লজ্জা পেতেন...’
বিজ্ঞাপন
শুধু তাই নয়, শুভ্র দেবের আগে আরও অনেকের এই রাষ্ট্রীয় সম্মান প্রাপ্য জানিয়ে তিনি বলেন, ‘দেশের সংগীতে শুভ্র দেবের অবদান আছে কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকী আখন্দ, নকিব খান, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদ, মাহফুজ আনাম জেমস এবং প্রিয় গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গির। প্রিয় শুভ্র দেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক...’
শুভ্র দেব একটি উদাহরণ মাত্র। এমনটাই জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘শুভ্র দা আমার কাছের মানুষ আমার ওপর রাগ করবেন কিন্তু সত্য বলছি এই সত্য যদি স্বীকার করেন তাহলে শিল্পী হিসেবে তার জায়গা অনেক ওপরে থাকবে। এখানে শুভ্র দেব নামটি উপলক্ষ মাত্র। যিনি পদক পাচ্ছেন তিনি যদি উপলব্ধি করেন তার চেয়ে যোগ্যতর মানুষটি পদকের ক্ষেত্রে বঞ্চিত তিনি তার কথা বলে যাবেন। সব ক্ষেত্রেই তা হওয়া উচিত।’
এদিকে প্রিন্স মাহমুদের এমন বক্তব্যের পর সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভ্র দেব। তিনি বলেছেন, এই পুরস্কার তার অনেক আগেই পাওয়া উচিত ছিল। এমনকি প্রিন্স মাহমুদ তাদের লেভেলের নয় বলেও মন্তব্য করেছেন এই গায়ক।
শুভ্র দেব বলেন, আমার ক্যারিয়ার ৩৯ বছরের। ২৫ বছর ধরে বাংলা গান বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য আমার যে চেষ্টা সেটা আমি পুরস্কারের জন্য করিনি। আমার প্রয়াস ছিল বাংলা গান যেন বিশ্বের দরবারে পৌঁছায়। কতটা পেরেছি সেটা বলতে পারছি না।
এসময় প্রিন্স মাহমুদের বক্তব্যের জবাবে শুভ্র দেব বলেন, ‘প্রিন্স মাহমুদ কাজের ক্ষেত্রে আমার অনেক ছোট। একটা সময় গান নেওয়ার জন্য সে আমার পল্লবীর বাসায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। সেগুলো বলতে চাই না। সে তো আমাদের লেভেলের কেউ না। আমি তাদেরই গণ্য করবো যাদের বিশ্বসংগীতে অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। যারা সমালোচনা করছে তারা জেলাসের জায়গা থেকে সমালোচনা করছে। এগুলো বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না।’
এনএইচ