প্যান্ট ছাড়াই র্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!
বিভিন্ন র্যাম্প শোতে নারীদেরই অংশগ্রহণ করতে বেশি দেখা যায়। এছাড়া মাঝেমধ্যে বিভিন্ন প্রাণীরও র্যাম্প শো দেখা যায়। কিন্তু এবার পুরুষরাও র্যাম্প শোতে অংশগ্রহণ করতে পারবেন। পুরুষ মডেল নিয়ে শোর আয়োজন করে সেই ইঙ্গিত দিয়েছে মিলান ফ্যাশন উইক।
২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন যা তারা তাদের কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন। তিনি ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।
বিজ্ঞাপন
মিলান ফ্যাশন উইকে প্যান্টবিহীন হাঁটলেন পুরুষরা
এই শোয়ের ব্যাকগ্রাউন্ডও ছিল নজর কাড়া। নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল সেখানে। গোটা সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আর এই কাল্পনিক কালেকশনের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ড যে জরুরি ছিল সেটা বলাই বাহুল্য। অত্যন্ত রঙিন ছিল এদিনের এই ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড।
এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! গাউন পরে সঙ্গে ব্যাগ নিয়ে হেঁটেছেন। কেউ আবার কেবল প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হাঁটেন।
এমএ