‘বন্ধু আমার রসিয়া, খাটের ওপর বসিয়া, কী একখান গান বানাইসে’, মঞ্চে তখন বাজছিল এমনই একটা গান। আর সেই গানেই নৈহাটি কলেজে গিয়ে জমিয়ে নাচলেন নুসরাত জাহান। এ সময় তার সঙ্গী ছিলেন যশ। ভাবছেন তো এটা আবার কী গান? কখনো তো শুনিনি। আর এমন ভাবা মাত্রই নিশ্চয় সার্চ করতে শুরু করেছেন? তাহলে খোলসা করেই বলা ভালো…।

আসলে ‘কী একখান গান বানাইসে’ গানটি যশ-নুসরাতের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘মেন্টাল’র। গানটি শুনেই নিশ্চয় বুঝেছেন এটি গেয়েছেন মিকা সিং ও ইমন চক্রবর্তী। গানটির গীতিকার রজত ও বাদল। সুর দিয়েছেন কেশব দে। 

বুধবার (৩ জানুয়ারি) আর এই গানের সঙ্গে নৈহাটি কলেজে গিয়ে জমিয়ে নাচেন যশ-নুসরাত। মেন্টাল সিনেমার প্রচারেই সেখানে গিয়েছিলেন তারকা দম্পতি।

নৈহাটির আরবিসি কলেজে গিয়ে ‘কী একখান গান বানাইসে’ গানে শুধু নিজেরাই নাচলেন না, মঞ্চে বেশ কয়েকজন কলেজ পড়ুয়াকে ডেকে নিয়ে নাচের স্টেপও শেখাতে দেখা গেল যশ-নুসরাতকে। এ দিন তাদের দেখতে উপচে পড়েছিল ভিড়।

‘মেন্টাল’ সিনেমার এই গান শুনলেই বেশ বোঝা যায়, মাসালা ধাঁচেই এই গানের কথাগুলি লেখা হয়েছে। যেমন গানের কথায় রয়েছে, ‘বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কি/আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি/প্রেমের পাখি দিচ্ছে উকি আয়রে ছুটে আয়/ তোর চোখের ওই দাবানলে পুড়তে এ মন চায়।….বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কী একখান গান বানাইসে’।

গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘মেন্টাল’র এই গান। তবে গানের কথা ও সুরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেকেই যেমন গানটি পছন্দ করেছেন। তেমন কারোর আবার গানটি মোটেও পছন্দ হয়নি।

যশ-নুসরাতের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘মেন্টাল’ পরিচালনা করছেন বাবা যাদব। নিজেদের প্রযোজনা সংস্থা লঞ্চের সময়ই সিনেমা পোস্টার সামনে এনেছিলেন যশ-নুসরাত। এদিকে, আবার গত জুলাই মাসে এই সিনেমার শ্যুটিংয়ে নীলবাতি লাগানো সরকারি গাড়ি করে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বসিরহাটের সাংসদ নুসরত।

কেএ