ক্যামেরার সামনে অন্তরঙ্গ অঙ্কিতা, সমালোচনার ঝড়
স্বামী ভিকি জৈনকে নিয়ে ‘বিগ বস’-এ এসেছেন অঙ্কিতা লোখান্ডে। দুই মাসের বেশি সময় ধরে এই রিয়ালিটি শোতে আছেন তারা। তাদের প্রেম, সম্পর্কের খুনশুটি দেখতে পাবেন– এমনটাই আশা ছিল অঙ্কিতার অনুরাগীদের। কিন্তু হয়েছে উল্টোটা। টিভির পর্দায় দেখে গেছে ভিকি-অঙ্কিতার নিত্যদিনের অশান্তি।
কিছুদিন আগেই স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা জানান অভিনেত্রী। তার পরপরই অঙ্কিতার গায়ে নাকি হাত তোলেন ভিকি, এমন অভিযোগও ওঠে অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে। এবার অবশ্য অন্য এক রূপ ধরা পড়ল অভিনেত্রীর। ক্যামেরা ভুলে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ হলেন অঙ্কিতা।
বিজ্ঞাপন
‘বিগ বস’-এর পুরো ঘরেই ক্যামেরা। কিন্তু সেটাই ভুলে গেলেন অঙ্কিতা-ভিকি। দুটি কম্বল চাপা দিয়ে একসঙ্গে ধরা দিলেন দুজন। তাদের অভিব্যক্তি দেখে নেটিজেনদের অনেকেরই ধারণা যৌনতায় মজেছেন ভিকি-অঙ্কিতা। যদিও এ ভিডিও টিভিতে নয়, দেখা গেছে ওটিটির পর্দায়।
তাদের এই ছোট্ট ভিডিও ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। কেউ লিখেছেন, ‘ভিকি, অঙ্কিতা কি ভুলে গেছেন এটা পারিবারিক শো?’ অন্য একজন মন্তব্য করেন, ‘আমি অপেক্ষা করছি সপ্তাহ শেষে এসে সালমান কী বলবেন, সেটা শোনার জন্য।’
এসএসএইচ