নির্মাতা মোহাম্মদ নোমান আর নেই
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন নির্মাতা মোহাম্মদ নোমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব অপূর্ব রানা। তিনি জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য মোহাম্মদ নোমান বেলা ১:৩০টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মোহাম্মদ নোমান। লিউকেমিয়ার সাথে ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল তার। পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছিল নোমানের ব্যয়বহুল চিকিৎসা।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছিল নির্মাতার পরিবার। অবশেষে নোমানের জীবনযুদ্ধ থামল আজ, প্রয়াত হলেন তিনি।
এনএইচ