‘রঘু ডাকাত’ রূপে পর্দায় আসছেন দেব
দুই বছর আগে মুক্তি পায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। তার পরেই সুপারস্টারকে নিয়ে ‘রঘু ডাকাত’ ছবিটির কথা ঘোষণা করেছিলেন পরিচালক। ছবিতে রঘু ডাকাত রূপে দেখা যাবে অভিনেতাকে। কিন্তু বিভিন্ন সময়ে এই ছবির কাজ পিছিয়েছে।
তবে এখন শোনা যাচ্ছে, পরিচালক এবং তার টিম এই ছবির প্রাথমিক চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ করেছেন। সম্প্রতি প্রযোজনা সংস্থার সঙ্গে তার মিটিংও হয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ছবির শুটিং।
বিজ্ঞাপন
এর আগে ধ্রুব একাধিক বার জানিয়েছিলেন, ছবির বাজেটের কথা ভেবেই তিনি সময় নিয়ে কাজ শুরু করতে চান। এই ছবি নিয়ে পরিচালক বলেছিলেন, ‘রঘু ডাকাত’র থেকে বড় ছবি আর কী হতে পারে! সেই জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি।’
জানা গেছে, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছর এপ্রিল থেকে শুরু হতে পারে ছবির শুটিং। কারণ, আগামী মাস থেকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবির শুটিং। এই ছবিতেও মুখ্যচরিত্রে রয়েছেন দেব এবং রুক্মিণী মৈত্র। সৃজিতের ছবির শুটিং শেষ করে তার পরেই নাকি দেব ‘রঘু ডাকাত’র শুটিং শুরু করবেন।
তবে এখানে অন্য একটি সম্ভাবনাও জোরালো হচ্ছে। দেব-রুক্মিণীকে নিয়ে সৃজিতের ছবিটি যে আগামী বছর পূজায় আসছে, তা আগেই ঘোষণা করা হয়েছে। অন্য দিকে ‘কাবুলিওয়ালা’র পর এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা এসভিএফ-এর হাতে সব থেকে বড় ছবি ‘রঘু ডাকাত’। ফলে ছবিটির পূজায় মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু দেব নিজে কি একই সময়ে দুটি ছবি আনতে চাইবেন? নিশ্চয়ই নয়। সে ক্ষেত্রে কোন ছবিটি কবে মুক্তি পাবে, তা নিয়ে কৌতূহল এখন থেকেই তৈরি হয়েছে।
এমএ