‘পরকীয়া করে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন কীভাবে’
ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী। নামের পাশে তারকা তকমা জুড়ে যাওয়ার আগে ব্যক্তিজীবনের অনেক ওঠাপড়া দেখে ফেলেছেন তিনি।
টলিপাড়ায় গুঞ্জন, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবশ্রী। অভিনেত্রীর ‘নতুন প্রেম’-এর চর্চায় উত্তাল চারদিক। একদিকে যেমন শুভেচ্ছাবার্তার বন্যা, অন্যদিকে চলছে কটাক্ষ, তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া। কিন্তু যাকে নিয়ে এত শোরগোল সেই দেবশ্রী তার বিয়ের খবর সম্পূর্ণ নাকচ করে দিলেন।
বিজ্ঞাপন
নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিয়ে করছি না। কথাটি পুরোপুরি মিথ্যা। আমি খবরটি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। জানিনা কেন এমন কিছু রটানো হল আমাকে নিয়ে। আমি কোনও সম্পর্কে নেই।’
আরও পড়ুন
এখানেই থেমে যাননি দেবশ্রী। শুভশ্রীর বোনের অভিযোগ, এক বন্ধুর সঙ্গে তার নাম জড়িয়ে ছড়ানো হয়েছে এই গুজব। অভিনেত্রীর কথায়, ‘আমি, রাজর্ষিদা (পরিচালক রাজর্ষি দে) এবং আমার সেই বন্ধু জগদ্ধাত্রী পুজায় গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি ছবি তোলা হয়েছিল। সেই ছবি থেকে রাজর্ষিদাকে বাদ দিয়ে শুধু আমাদের দু'জনকে রেখে এই গুজব ছড়ানো হয়।’
প্রথম বিয়ে না টিকলেও ছেলে অনীশকে একাই বড় করেছেন দেবশ্রী। ২০২১ সালে সহকর্মী অমিত ভাটিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই বিয়েও বেশিদিন টেকেনি। নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন অভিনেত্রী।
ফের দেবশ্রীর বিয়ের পিঁড়িতে বসার খবরে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। অভিনেত্রীকে কাঠগড়ায় তুলে ফেলেন একরকম। যা নিয়ে বেজায় খেপেছেন তিনি।
দেবশ্রীর কথায়, ‘আজকাল পরকীয়াটা তো কোনও ব্যাপারই নয়। কত লোককেই করতে দেখি। স্বামী-স্ত্রী দু'জনেই হয়তো অন্য কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন। তারপরও বোঝাপড়া করে বিয়ে টিকিয়ে রাখছেন। নিজেদের মধ্যে কোনও ভালবাসা নেই। যারা এ ধরনের কাজ করতে দ্বিতীয়বার ভাবেন না, তারা অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন কীভাবে? নিজেরা কী করছেন, সেটা কখনও ভেবে দেখেছেন কি?’
এনএইচ