৫০০ কোটির ক্লাবে ‘অ্যানিমেল’, ভিকির ‘স্যাম বাহাদুর’ কোথায়?
একই দিনে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ও ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। অবশ্য বক্স অফিসে আয়ের দিক দিয়ে সম্পূর্ণ বিপরীত মেরুতে দুটি সিনেমা। যত সিনেমা ঘিরে বিতর্ক, নিন্দা, চর্চা— ততই লাফিয়ে বাড়ছে অ্যানিমেলের ব্যবসা। সাত দিনে ঝড়ের গতিতে ৫০০ কোটির ক্লাবে পা রেখেছে রণবীর অভিনীত সিনেমাটি। দেশে অ্যানিমেলের মোট আয় ৩৩৮ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ৫৬৩.৩ কোটি।
সেই জায়গায় খুব ধীরে ধীরে সাফল্য পাচ্ছে ভিকির স্যাম বাহাদুর। সপ্তম দিনে সিনেমার আয় মাত্র ৩৮.৮৫ কোটি টাকা। অবশ্য লোকমুখে ছড়িয়ে পড়েছে মেঘনা গুলজার পরিচালিত সিনেমার কথা। ফলে, ধীরে ধীরে প্রেক্ষাগৃহে ভিড় বাড়ছে।
বিজ্ঞাপন
সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিকি। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। তিনি ছাড়াও সিনেমায় রয়েছেন সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মাত্রাতিরিক্ত ভায়োলেন্স, রক্তপাত, নারীদের উদ্দেশ্যে মানহানিকর সংলাপ ও পরিবারের সামনে স্ত্রীকে খুনের হুমকি— এত কিছু নেতিবাচক থাকা সত্ত্বেও অ্যানিমেল একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। চলতি বছর ‘জওয়ান’, ‘পাঠান’, ‘গদর ২’-এর পরে এটিই দেশের বছরের চতুর্থ-সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা হয়ে উঠেছে।
সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই সিনেমায় রণবীর কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি। নায়িকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর রণবীর আবারও বড় মাপের সাফল্য পেলেন। অনেকে বলছে, সবটাই না কি কন্যা ভাগ্যে ঘটছে।
কেএ