দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দুই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। 

ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের নৌকার মাঝি হয়ে নির্বাচনে লড়তে চেয়েছিলেন তিনি। তবে এই দুই আসন থেকে অভিনেতাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। 

ঢাকা ১৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ আরাফাতকে, টাঙ্গাইল-১ জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে বর্তমান সংসদ আব্দুর রাজ্জাককে মনোনয়ন দিয়েছে দলটি। 

নৌকার মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাড়াবেন কি না এমন প্রশ্ন রাখা হয়েছিল সিদ্দিকের কাছে। ঢাকা পোস্টকে এই অভিনেতা জানালেন, আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি। 

সিদ্দিক বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করি। দলীয় মনোনয়ন না পাওয়ায় খারাপ লেগেছে, তাই বলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাড়ানোর ইচ্ছে নেই। কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে, আমাকে নৌকা প্রতীকের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। নৌকার বিরুদ্ধে কথা বলতে হবে। যেটা আমার পক্ষে করা সম্ভব নয়।’

এই অভিনেতা বলেন, ‘মনোনয়ন না পেলেও নৌকার হয়ে কাজ করব। নির্বাচনের আগে বিভিন্ন আসনে গিয়ে আওয়ামী লীগের প্রচারণা চালাবো। আগামী একমাস নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করতে চাই।’

এনএইচ