আমি নির্বাচন না করলেও প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনতে হবে : ফেরদৌস
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিকল্প দেখছেন না চিত্রনায়ক ফেরদৌস। ফলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে তাকে দেখা যাবে কী না- সে বিষয়ে সন্দেহ থাকলেও ফেরদৌসের সাফ উত্তর, প্রধানমন্ত্রীকেই আবারও ক্ষমতায় আনতে হবে।
একটা লম্বা সময় ধরেই আওয়ামী লীগের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ফলে তাকে ঘিরে রয়েছে দলটির হয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন। এমনকি কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়নও চেয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী জাতীয় নির্বাচনে ফেরদৌসকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখা যাবে কী না? এ বিষয়ে এই চিত্রনায়ক বলেন, ‘নির্বাচন করলে তো আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই প্রচারণা করব। আমি নির্বাচন করি বা না করি প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেখুন, বর্তমান সময়ে দেশের যে উন্নয়ন তা বলার অপেক্ষা রাখে না। সবই দৃশ্যমান। সুতরাং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে।
ফেরদৌস আরও বলেন, ‘আমার সংসদ নির্বাচন করাটা বড় ব্যাপার না। তবে আমি নৌকার প্রচারণায় থাকব এটাই বড় কথা। আওয়ামী লীগের প্রচারণায় সবখানেই আমাকে পাবেন আপনারা।’
এনএইচ