সম্প্রতি প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে বাইপাস সার্জারি হয়েছে বাঙালি ফিল্ম অ্যান্ড টেলিভিশনের পরিচালক অগ্নিদেবের। অস্ত্রোপচার সফল হয়েছে, তবে এখনো জ্ঞান ফেরেনি তার।

রোববার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীর জন্য প্রার্থনা করার কথা বলেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। 

সুদীপা বলেন, ‘জ্ঞান ফেরেনি। আজকে সংজ্ঞা ফিরবেও না। কারণ এত বড় একটা অস্ত্রোপচার। আপতত সাত-আট দিন হাসপাতালেই থাকতে হবে। ওর সঙ্গে দেখা করেছি, এখন বাড়ি ফিরছি।’

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অগ্নিদেব। বমি শুরু হয় তার। এক মুহূর্ত দেরি না করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদযন্ত্রে দুটি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ে পরিচালকের। সোমবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। একটা লম্বা সময় ধরে চলে অস্ত্রোপচার। 

অষ্টমীর রাতে পরিবারের আর এক প্রিয় সদস্যকে হারান সুদীপা এবং অগ্নিদেব। সাত বছর বয়স হয়েছিল তাদের পোষ্য বাঁটুলের। তাকে হারিয়ে বেশ ভেঙে পড়েন অগ্নিদেব।

এমএ