একসঙ্গে কাটিয়ে ফেললেন ২৪টা মাস। দু’বছর আগে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ব্যবসায়ী তুর্য্য সেনের সঙ্গে বেশ অনেক দিনের প্রেম পর্ব সেরে বিয়ে সারেন তিনি। 

প্রতি দিনই নিত্যনতুন ছবি পোস্ট করতে থাকেন অভিনেত্রী। কখনও স্বামীর সঙ্গে বিদেশ ঘোরার ছবি। কখনও আবার বিশেষ ডেটের যাওয়ার ছবি। কোনও মুহূর্তই ফ্রেমবন্দি করতে ভোলেন না অভিনেত্রী। তুর্য্যর সঙ্গে কাটানো এমন নানা মুহূর্তের ছবি বিশেষ দিনে পোস্ট করলেন রোশনি। বেশ অনেকগুলো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, আমার কাছের মানুষ। দু’বছর আগে এ দিনেই তুমি পাকাপাকিভাবে আমার হয়েছিলে। আমার জীবনের সেরা দিন এটা। আশা করছি, আগামী দিনে এমন আরও আরও বিশেষ মুহূর্ত তৈরি হবে। 

দু’বছর আগে আইনি বিয়ে সারলেও কিছু দিন আগে ধুমধাম করে সামাজিক বিয়ে করেন রোশনি এবং তুর্য্য। কোনও দিনই নিজের প্রেমকে আড়ালে রাখেননি অভিনেত্রী। দু’জনে সম্পূর্ণ ভিন্ন পেশার। ব্যবসার কাজে অনেক সময় অভিনেত্রীর স্বামীকে দেশের বাইরে যেতে হয়। কাজের ফাঁকে রোশনিও ঘুরে আসেন। ছোট পর্দায় নায়িকা হিসাবে হাতেখড়ি হলেও রোশনিকে অনেক দিন মুখ্য চরিত্রে দেখেননি দর্শক।

এনএফ