ছুটির মুডে অভিনেত্রী অবনীত কৌর
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী অবনীত কৌর। ইনস্টাগ্রামে তাকে ৩৩ মিলিয়নের বেশি মানুষ অনুসরণ করেছেন। বর্তমানে ইতালিতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী, সেখান থেকে বিভিন্ন লুকের ছবি পোস্ট করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিত্য আসা-যাওয়া অভিনেত্রীর, সেখানেই তিনি নিজের নানা লুকের ছবি পোস্ট করে থাকেন।
বিজ্ঞাপন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রীর প্রতিটি লুক দেখে অবাক হয়ে যান অনেকেই। সম্প্রতি ইতালি ছুটিতে গিয়ে পোস্ট করা ছবিতে দেখা যায়, নিজেকে মানানসই সাজে সাজিয়ে তুলতে তিনি গলায় হার, হাতে চুড়ি পরেছেন।
হালকা মেকআপেই অনুগামীদের বিশেষ নজর কাড়ছেন অভিনেত্রী, এবার চুল তুলে বেঁধেছেন তিনি। সাদা পোশাকে গ্ল্যামারাস অবনীত, শেয়ার করা ছবিগুলো দেখে মোহিত হয়ে যাচ্ছেন অনুগামীরা।
/এসএসএইচ/