অপি করিমের কোলে নতুন অতিথি
মা হলেন অভিনেত্রী অপি করিম। আজ সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
তিনি বলেন, ‘আশেপাশে অনেক খারাপ খবরের মধ্যে একটি দারুণ খবর পেলাম। আমাদের অপি করিম মা হয়েছেন এবং এনামুল করিম নির্ঝর বাবা হয়েছেন। মা ও সন্তান দুজনই ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’
বিজ্ঞাপন
২০১৬ সালে অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর বিয়ে করেন। নির্মাতা ও অভিনেত্রী পরিচয়ের বাইরে তারা দুজন মূলত স্থপতি। ৭ মাস প্রেমের পর বিয়ে করেন এই তারকা দম্পতি।
টেলিভিশন ও মঞ্চ নাটক দিয়ে অপির অভিনয় জীবন শুরু। ক্যারিয়ারের শুরুতে নিয়মিত নাটকে দেখা গেছে তাকে। পাশাপাশি করেছেন মডেলিং। তবে ২০১৩ সালের পর শোবিজে অনিয়মিত হোন। মনযোগী হোন নিজের স্থপতি পেশা ও শিক্ষকতা নিয়ে। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাবে শিক্ষকতা করছেন।
অপি করিমের উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘সকাল-সন্ধ্যা’, ‘শুকতারা’, ‘আপনজন’, ‘সবুজগ্রাম’, ‘তিতির সুখ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘উত্তম-সুচিত্রা’ ‘হাউজফুল’ ইত্যাদি।
নাটক ও মঞ্চের পাশাপাশি বড়পর্দাতেও দেখা গেছে অপি করিমকে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই চলচ্চিত্রের জন্য ২০০৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এমআরএম