ভিন্ন প্রচেষ্টায় আলী মুর্তজা পলাশ
‘জয় পাগল মাল্টিমিডিয়া’ ও ‘জয় পাগল ষ্টুডিও’ নিয়ে শোবিজ জগতে আত্মপ্রকাশ ঘটে অভিনেতা আলী মুর্তজা পলাশের। নাটক, সংগীত, ওয়েব সিরিজ, টেলিছবি ও সিনেমা প্রযোজনা করছে সংস্থাটি। শোবিজে পা রাখার পর ভিন্ন প্রচেষ্টায় কাজ করছেন তিনি।
বিভিন্ন অঞ্চলের প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্য করে যাচ্ছেন পলাশ। ইতোমধ্যে ‘আমার স্বপ্ন তুমি’, ‘মন যখন এমন’ ও ‘কিল’ নাটকের মাধ্যমে দর্শক প্রশংসা কুড়িয়েছে প্রযোজনা সংস্থাটি।
বিজ্ঞাপন
চলতি মাসেও তিনটি নাটক নিয়ে হাজির হচ্ছেন। ‘ক্ষত হৃদয়’, ‘প্রেম করতে মানা’ এবং ‘গ্যাড়াকলে জামাই’ নাটক তিনটি আলী মুর্তজা পলাশের প্রযোজনায় জেপি মাল্টিমিডিয়া স্টুডিওর ব্যানারে রিলিজ করা হবে।
এ প্রসঙ্গে আলী মুর্তজা বলেন, বাংলার সুস্থধারার নাটক, সংগীত, ওয়েব সিরিজ, টেলিছবি ও সিনেমা প্রযোজনার পাশপাশি ‘জয় পাগল মাল্টিমিডিয়া’ ও ‘জয় পাগল ষ্টুডিও’র মাধ্যমে বিভিন্ন অঞ্চলের প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে ধরার ইচ্ছে রয়েছে। বিশ্বের বাংলা ভাষাভাষী কোটি দর্শক-শ্রোতা এবং বিনোদন দুনিয়ায় সৃজনশীল, বৈচিত্রময় ও শিল্পমনা মানুষদের নিয়ে আমরা নিজেদের অবস্থানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই।