লুৎফর হাসানের এ সময় গানের সময়
একাধারে গীতিকবি, সুরকার ও গায়ক লুৎফর হাসান। গানের বাইরে লেখালেখির আরও নানান শাখায়ও বিচরণ করেন এই মেধাবী শিল্পী। তবে ‘ঘুড়ি’ গানের জনপ্রিয়তা তাকে গানের জগতেই বেশি টেনে আনে। এর বাইরে আরও একাধিক জনপ্রিয় এবং বেশি কিছু প্রশংসিত গান উপহার দিয়েছেন তিনি।
আসছে পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে একগুচ্ছ গান নিয়ে প্রস্তুত গানের এই ফেরিওয়ালা। ‘এ সময়, গানের সময়’ স্লোগানকে সামনে রেখে বিরতিহীন গান বানানো প্রকল্পে এই মুহূর্তে চলমান তার ১২টি গানের কাজ। এগুলো হলো-কবি শামিম রেজার কথায় জনের সংগীতে ‘অন্য আমি’, গালিব সর্দারের কথায় শাকিলা শুক্লার সংগীতে ‘ফেরা না ফেরা’, নিজের কথা ও সুরে জনের সংগীতে পুষ্পিতার সঙ্গে ‘হল্লা বোল’ ও ‘রেলগাড়িতে মেঘ’, শাকিলা শুক্লার সুর ও সংগীতে ‘এ জীবন ছেলেখেলা’, ‘তোমার সঙ্গে থাকি’ ও ‘বৃষ্টি হলে হোক’।
বিজ্ঞাপন
অধিকাংশ দ্বৈত গানে লুৎফরের সহশিল্পী শাকিলা শুক্লা ও পুষ্পিতা। এছাড়াও পুষ্পিতার একক চারটি গানের কথা ও সুর করছেন লুৎফর। অবন্তী সিঁথির সঙ্গে আসছে ‘কেমন আছো বন্ধু তুমি’। এ গানের সংগীতায়োজনে আমজাদ হোসেন। অন্য গানগুলোরও সংগীতায়োজন আয়োজন সম্পন্ন। এরইমধ্যে ৫টি গানে কণ্ঠও দিয়েছেন লুৎফর। বাকিগুলোর কাজও দ্রুত এগিয়ে চলছে।
এর বাইরে হোসাইন সুমনের কথায় রাজন সাহার সুরে একক গান এবং শাবা মঙ্গলের সুরেও একাধিক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই গায়ক। সবগুলো গানই প্রকাশের অপেক্ষায়।
লুৎফর হাসান বলেন, ‘আমার গানের সবচেয়ে বড় শক্তির জায়গা কথা। সুর-সংগীতায়োজন এবং গায়কীতেও কোনো ছাড় দেই না। চলমান গানগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে। শ্রোতারা শুনলেই টের পাবেন।’
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে লুৎফর হাসানের লেখা চারটি বই। এগুলো হলো ২০১৬ সালে প্রকাশিত তার উপন্যাস ‘মানিব্যাগ’-এর সিকুয়াল ‘মানিব্যাগ ও মধ্যবর্তী পনেরো বছর’ (নাগরী প্রকাশ), কবিতার বই 'প্রেমিকার ঘরবাড়িতে কিছু আশ্চর্য শিমফুল' (নাগরী প্রকাশ), প্রেমের কবিতার বই 'তবে তাকাও নিজের দিকে' (কিংবদন্তি পাবলিকেশন) এবং গদ্যগ্রন্থ 'নক্ষত্রের দেশ' (প্রিয় বাংলা)।
আরআইজে