২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর থেকে। প্রতিবারের মতো এবছরও এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব। দেশ বিদেশের ছবি প্রদর্শিত হবে একাধিক সিনেমাহলে।

প্রতিবছরই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। এবছর তাদের সঙ্গে মঞ্চে থাকবেন সালমান খান ও অনিল কাপুরও।

বুধবার মুম্বাইয়ে বচ্চন পরিবারের সঙ্গে দেখা করতে বিগ বির বাংলো ‘জলসা’য় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়েই সাংবাদিকদের তিনি বলেন, ‘এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানালাম অমিতাভ বচ্চনকে। শাহরুখ, সালমান ও অনিল কাপুরও যাবেন নিশ্চিত করেছেন। মহেশ ভাটও যাবেন। 

এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যাবে সালমান খান ও অনিল কাপুরকে।

কোভিডের কারণে বিগত কয়েক বছর ধরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চাকচিক্যে ভাটা পড়েছে। কোভিড পূর্ববর্তী সময়ের মতোই এবছর জাঁকজমকপূর্ণ হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এমএ