অমিতাভ বচ্চনের বাড়িতে হাজির হলেন মমতা

মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জলসা’য় বিগ বি এবং তার পরিবারের সঙ্গে দেখা করে মমতা বলেন, ওরাই ভারতের ১ নম্বর পরিবার। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ওকে (অমিতাভ বচ্চন) ভারতরত্ন বলি। এটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি ওকে অনেক আগেই দিয়ে দিতাম। কিন্তু আমি ওকে জনগণের পক্ষ থেকে ভারতরত্ন উপাধি দিচ্ছি।’

বুধবার (৩০ আগস্ট) অমিতাভ বচ্চনের হাতে রাখিও পরিয়েছেন মমতা। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এর আগেও বহুবার মুম্বাইয়ে এসেছি। তবে এই প্রথম অমিতাভ বচ্চনের বাড়িতে যাওয়ার সুযোগ হলো। অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া রাই, শ্বেতা, আরাধ্যা সবার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে। ওদের সঙ্গে পুরোনো দিনের কথাও হয়েছে। অমিতাভ কলকাতা থেকেই জীবনের শুরু করেছিলেন। ওর পরিবারেরও অনেক অবদান রয়েছে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে আসে জয়া বচ্চনের জনপ্রিয় বাংলা ছবি ‘ধন্যি মেয়ে’ ছবির কথাও।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘অমিতাভ বচ্চনের পরিবারকে কলকাতায় দুর্গাপূজা দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছি। অমিতাভ বচ্চন না এলে তো আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই হবে না। শাহরুখ, সালামানও আসবেন, অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। মহেশ ভাটও আসেন। আমি অমিতাভজিকে রাখি পরিয়েছি। ওর সঙ্গে মহারাষ্ট্রবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকেও রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু ভাইদের নয়, বোনদেরও রাখি বাঁধি। এটাই আমাদের পরম্পরা, কারণ নারী-পুরুষ আলাদা নয়।’

এদিন অমিতাভ, জয়া, ঐশ্বরিয়া, শ্বেতা, অভিষেক, আরাধ্যা, নব্যা নভেলি নন্দা সবার সঙ্গেই জলসার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া জয়াকে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

জেডএস