ক্যানসারমুক্ত হয়েই ফের অসুস্থ অভিনেত্রী ছবি মিত্তল
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন তিনি। কিন্তু ক্যানসারমুক্ত হয়ে নিস্তার নেই ছোট পর্দার এ জনপ্রিয় অভিনেত্রী। ফের নতুন রোগে আক্রান্ত হলেন তিনি।
সামাজিক মাধ্যমে নিজের আইডিতে এক পোস্টে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ছবি মিত্তল জানান, বুকের কার্টিলেজে আঘাত পেয়েছেন তিনি। এই রোগের নাম কস্টোকনড্রাইটিস।
ছবি বলেন, ক্যানসারের ট্রিটমেন্টে রেডিয়েশনের কারণে, কিংবা অস্টিওপেনিয়ায় আক্রান্ত হয়ে যে ইনজেকশন তিনি নিতেন, সেকারণে অথবা অত্যন্ত সর্দির কারণে এই রোগ হতে পারে। নইলে সম্মিলিত কারণেও এই রোগ হতে পারে।
আরও পড়ুন- অভিনেত্রী ছবি স্তন ক্যান্সারে আক্রান্ত
ছবি মিত্তল লেখেন, ‘শ্বাস নিতেও ব্যাথা করছে, হাতেও ব্যাথা, শুয়ে থাকি, বসে থাকি, সবকিছুতেই ব্যথা।’
এতোকিছুর পরও ভেঙে পড়েননি। এখনো আশার আলো দেখছেন এ অভিনেত্রী। তিনি লিখেন, ‘আমরা সকলেই ভেঙে পড়ি, কিন্তু এরপরে কি উঠে দাঁড়াতে পারি? হ্যা আমি পারি। কারোর যদি আমার গল্প শোনার দরকার হয়, তাহলে জেনে রেখো আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। কিন্তু তুমি একা নও। এই সময়টা ঠিক কেটে যাবে।’
কস্টোকনড্রাইটিস আসলে কোস্টাল কার্টিলেজের একটি প্রদাহ যা পাঁজরকে স্টার্নাম অর্থাৎ স্তনের হাড়ের সঙ্গে সংযুক্ত করে।
প্রসঙ্গত, '৩ বহুরানিয়া', 'ঘর কি লক্ষ্মী বেটিয়া', 'বন্দিনী', 'নাগিন'-এর মতো বহু মেগা সিরিয়ালে নজর কেড়েছেন ছবি মিত্তল। 'এক বিবাহ... অ্যায়সা ভি'-তেও অভিনয় করেছেন তিনি। তার সুস্থতা কামনা করছেন ভক্তরা৷
এমজে