শুভ জন্মদিন রাজপথের সহযোদ্ধা, তারিনের উদ্দেশে ফেরদৌস
ছোট পর্দার মুগ্ধতার আবেশ ছড়ানো নন্দিত অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন ছিল বুধবার (২৬ জুলাই)। ১৯৭৬ সালের এই দিনে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তিনি।
জীবনের বিশেষ এই দিনে ভক্ত, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন গুণী এই অভিনেত্রী। তারিনের জন্মদিনে তার সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেতা ও বন্ধু ফেরদৌস আহমেদ।
বিজ্ঞাপন
তারিনের উদ্দেশে এই চিত্রনায়ক লিখেছেন, শুভ জন্মদিন প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী, প্রিয় রাজপথের সহযোদ্ধা, অসাধারণ অভিনেত্রী তারিন, আগামী ১৮ আগস্ট আমাদের একসাথে দেখবেন ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায়। এটাই তোর জন্মদিনের সেরা উপহার। অবিরাম শুভ কামনা।
ফেরদৌসের সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তারিনের বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমণ্ডলে। ১৯৮৪ সালে তারিন প্রথমবারের মতো কোনো সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশন করেন। সেটা তাক লাগিয়ে দেয় সবাইকে। যার ফলে স্থানীয় পর্যায়ে তারিন দারুণ পরিচিতি লাভ করেন।
এরপর ১৯৮৫ সালে নতুন কুঁড়িতে প্রথম হওয়ার পর তিনি টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। বাংলা নাটকের ইতিহাসে অন্যতম দুটি সেরা নাটক ‘এইসব দিন রাত্রি’ এবং ‘সংশপ্তক’-এ অভিনয় করেছেন। তার দক্ষ অভিনয় সে সময়ই নজর কেড়েছে দর্শক ও নির্মাতাদের।
কেন্দ্রীয় চরিত্রে তারিন প্রথম অভিনয় করেন ‘কাঁঠাল বুড়ি’ নামের একটি নাটকে। যেখানে তার সহশিল্পী ছিলেন তৌকীর আহমেদ। এটি ছিল বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক।
এরপর ধীরে ধীরে তারিন হয়ে ওঠেন টিভি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একে একে কাজ করেন বহু দর্শকনন্দিত নাটক ও টেলিফিল্মে। এর মধ্যে রয়েছে ‘ফুলের বাগানে সাপ’, ‘কথা ছিল অন্যরকম’, ‘ইউ টার্ন’, ‘মায়া’, ‘হারানো আকাশ’, নূপুর’, ‘বছর কুড়ি পরে’, ‘রাজকন্যা’, ‘সবুজ ভেলভেট’, ‘কালান্তর’, ‘নাকফুল’, ‘ছায়াবিচিত্রা’, ‘কাগজের বাড়ি’, ‘বন চালতার গায়ে’, ‘স্বপ্নগুলো জোনাক পোকার মতো’, ‘জুয়াড়ি’, ‘সন্ধিক্ষণ’, ‘ডেথ অব বার্থডে’, ‘জ্যোৎস্না ও তার জল’, ‘বৃষ্টি’, ‘রং তুলির আঁচড়’, ‘অবন্তী তোমার অপেক্ষায়’, ‘গ্র্যান্ড মাস্টার’, ‘কালো মখমল’, ‘বেওয়ারিশ মানুষ’, ‘অপরাহ্ন’ ও ‘ডেলিসিয়া হোটেল’ ইত্যাদি।
এনএইচ