দীর্ঘ বিরতির পর নাট্যকেন্দ্র মঞ্চে নিয়ে আসছে তৌকির আহমেদের নির্দেশনায় নাটক ‘তীর্থযাত্রী’। আগামী ২-৪ অগাস্ট তিনদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে। 

হুমায়ূন কবিরের লেখা ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ বই থেকে নাট্যরূপ দিয়েছেন হুমায়ূন কবির ও তৌকির আহমেদ। গেল মার্চে নিউ ইয়র্কে এ নাটকটির মঞ্চায়ন হয়েছিল। সেখানে প্রবাসী নাট্যশিল্পীরা অভিনয় করেছিলেন। এবার ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে নাট্যকেন্দ্র। এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা।

‘তীর্থযাত্রী’ নাটকটির গল্পে উঠে এসেছে, যুদ্ধ শেষে ক্লান্ত অবসন্ন তিন সৈনিক বসে থাকে বিরান প্রান্তরে। তাদের কেনো যাবার জায়গা নেই। যুদ্ধে সব হারিয়েছে তারা। এই ভিন্ন তিনজন মানুষ অবর্তীন হয়  এক যাত্রায়। তাদের লক্ষ্য জীবনের মানে খুঁজে পাওয়া। মাঠ প্রান্তর নদী পেরিয়ে তারা হেঁটে চলে,নতুন মানুষ নতুন স্থান নতুন রীতি তাদের অভিজ্ঞতা ও উপলব্দির স্তরে উন্নীত করে। তাদের তর্কও এগিয়ে চলে জীবন-মৃত্যু,জয়-পরাজয়,ভালো-মন্দ,জ্ঞান-জ্ঞানের গর্ব,স্বাধীনতা বা অধিকার,শান্তি- সংঘাত -সব কিছুই উঠে আসে তাদের তর্কে। কিন্তু শেষ হয় না তাদের পথচলা।

তৌকীর আহমেদ জানান, আগামী ২, ৩ ও ৪ আগস্ট শিল্পকলা একাডেমির মূল মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে। সেই লক্ষ্যে চলছে মহড়া।

নির্মাতা বলেন, ‘৮ জুন থেকে ঢাকায় নাটকটির মহড়া শুরু করি। ৯ দিনের সফল ক্যাম্প ও ওয়ার্কশপসহ মহড়া শেষে মঞ্চে আনার সার্বিক প্রস্তুতি চলছে এখনো।’

এর আগে তৌকির আহমেদ ‘হয়বদন’, ‘প্রতিসরণ’ ও ‘ইচ্ছামৃত্যু’ নাটকের নির্দেশনা দিয়ে মঞ্চে প্রশংসিত হয়েছেন। অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচয় আছে।

এনএইচ