চার বছর পর সিনেমায় পর্দা ভাগ করতে যাচ্ছেন কারিনা কাপুর খান এবং কিয়ারা আদভানি। 

শোনা যাচ্ছে, অশ্বিনী আইয়ারের আগামী ছবিতে নাকি দেখা যাবে দুই অভিনেত্রীকে। ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধানির প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে তৈরি হবে ছবিটি।

আনন্দবাজারের খবরে জানানো হয়, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে এখন। কিয়ারা খুব ব্যস্ত তার আগামী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারে। এই ছবিতে তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করেছেন। এর আগে ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।

কার্তিকের সঙ্গে আবার কাজের প্রসঙ্গে কিয়ারা বলেন, “সেই সময় থেকে আজ অবধি আমরা পেশাগতভাবে এবং ব্যক্তিগত জীবনেও পরিণত হয়েছি।”

অভিনেত্রী জানান, ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং চলাকালীন তিনি কার্তিকের উপর চিৎকার করতেন। কার্তিকের জন্য তাকে প্রায়ই অপেক্ষা করতে হত। দেরি করে আসতেন অভিনেতা।

কারিনার হাতেও বেশ কিছু কাজ রয়েছে আগামী দিনে। সুজয় ঘোষ পরিচালিত একটি থ্রিলারে অভিনয় করছেন তিনি। ২০০৫ সালের অন্যতম বেস্টসেলিং জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হচ্ছে সেটি। এই কাজ দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হবে কারিনার।

এই সব কাজ মিটিয়েই হয়তো একসঙ্গে পর্দায় আসবেন কিয়ারা এবংকারিনা।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে পর্দা ভাগ করে নিয়েছিলেন কিয়ারা ও কারিনা।

এমজে