‘বদি’ খ্যাত অভিনেতা আব্দুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিরপুর ডিওএইচএস-এ তাঁর জানাজা হয়। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ নাটকে আব্দুল কাদের ‘বদি’ চরিত্রে অভিনয় করেন। সেই থেকে বদি নামেই পরিচিত তিনি। তবে তার ক্যারিয়ার শুরু অনেক আগে থেকে। মঞ্চ নাটকে প্রথম অভিনয় করেন আব্দুল কাদের

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটক দিয়ে অভিনয় শুরু করেন আব্দুল কাদের। ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৭২ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করেন আব্দুল কাদের। এর পরের বছর রেডিওতে নাটক শুরু করেন। টেলিভিশনে তার প্রথম অভিনিত ধারাবাহিক নাটক ‘এসো গল্পের দেশে’। তবে তিনি আকাশছোঁয়া জনপ্রিয়তা পান ‘কোথাও কেউ নেই’ নাটক দিয়ে। এছাড়াও হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিকে দুলাভাই চরিত্র তার ক্যারিয়ারের অন্যতম সাফল্য।

আব্দুল কাদের অভিনয় জীবনের প্রথম পুরস্কার পান ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটক করে। সেলিম আল দীন রচিত নাটকটি নির্দেশনা দেন নাসিরউদ্দিন ইউসুফ। ১৯৭২ সালে আন্তঃহল নাট্য প্রতিযোগিতায় পুরস্কার এই নাটকের জন্য পুরস্কার পান আব্দুল কাদের। 

মঞ্চ জীবনে প্রায় ৩০টি প্রযোজনায় অভিনয় করেন আব্দুল কাদের। প্রায় ১০০০ নাটক প্রদর্শনীতে অংশ নেন তিনি। এছাড়া দেশের বাইরেও বিভিন্ন শোতে অংশ নেন।

দক্ষিণ কোরিয়ায় ১৯৮২ সালে সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ -এ অভিনয় করেন। নাটকটি প্রযোজনা করে বাংলাদেশের নাটক থিয়েটার। এছাড়া দেশের বাইরে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, কলকাতা, দিল্লি, দুবাইসহ বিভিন্ন দেশে মঞ্চ নাটক প্রদর্শনীতে অংশ নেন।

টেলিভিশনে দুই হাজারের বেশি নাটকে অভিনয় করেছেন আব্দুল কাদের। উল্লেখযোগ্য নাটকগুলো মাটির কোলে, নক্ষত্রের রাত, শীর্ষবিন্দু, সবুজ সাথী, তিন টেক্কা, যুবরাজ, আগুন লাগা সন্ধ্যা, এই সেই কণ্ঠস্বর, আমার দেশের লাগি, প্যাকেজ সংবাদ, সবুজছায়া, কার ছায়া ছিল, দীঘল গায়ের কন্যা, কুসুম কুসুম ভালোবাসা, নীতু তোমাকে ভালোবাসি, আমাদের ছোট নদী, ভালোমন্দ মানুষেরা, দূরের আকাশ, ফুটানী বাবুরা, হারানো সুর, দুলাভাই, অজ্ঞান পার্টি, লোভ, মোবারকের ঈদ, বহুরূপী ইত্যাদি। 

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত মুখ তিনি। গত ২৫ বছরে প্রায় প্রতিটি পর্বে দেখা গেছে তাঁকে। এই অনুষ্ঠানে মামা চরিত্রের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি। 

অভিনেতা হিসেবে জনপ্রিয় হলে আব্দুল কাদেরের পেশা অভিনয় ছিল না। ক্যারিয়ারের শুরু দিকে তিনি শিক্ষকতা করেন। পরবর্তীতে এক বিজ্ঞাপন সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে আন্তর্জাতিক কোম্পানি ‘বাটা’তে যোগ দেন। 

এমআরএম