‘এক্কা দোক্কা’, ‘ধুলোকণা’, ‘গুড্ডি’, ‘দেশের মাটি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরীকে। বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অনিন্দিতার অস্ত্রোপচার করাতে হয়েছে বৃহস্পতিবার।

মাস কয়েক হল শেষ হয়েছে ‘ধুলোকণা’। ‘এক্কা দোক্কা’ সিরিয়ালটি এখনও চলছে। ফলে শুটিং-এর ব্যস্ততাও রয়েছে। কিন্তু এর মাঝেই বিপত্তি ঘটে। চার মাস আগে শুটিং করার সময় হাঁটুতে কাচের টুকরো ঢুকে পড়ে। প্রথমে কিছুই টের পাননি। গত কয়েক দিন ধরে অসহ্য যন্ত্রণা হাঁটুতে। চাপ পড়লেই ব্যথা বাড়ছে। বৃহস্পতিবার অস্ত্রোপচার করাতে হয়েছে। আপাতত ১৫ দিন বিশ্রাম থাকার কথা।

অনিন্দিতা বলেন, কপালে আসলে দুর্ভোগ ছিল আমার। ওই কাচের টুকরো চার মাস ধরে আমাকে ঘুণাক্ষরেও জানতে না দিয়ে তার স্বর্গ বানাচ্ছিল। অস্ত্রোপচার হয়েছে। ১৫ দিন পর সেলাই কাটবে। কিন্তু সোমবার থেকেই ‘এক্কা দোক্কা’র শুটিং ফ্লোরে ফিরব। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনেত্রী বলেন, কয়েকদিন পা যেহেতু কম চলবে, মুখ চলবে বেশি। 

হুইলচেয়ারে বসা অনিন্দিতার ছবি দেখে আরোগ্য কামনা করেছেন মিমি চক্রবর্তী থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা।

সূত্র : আনন্দবাজার

এসকেডি