সম্পর্কে থাকা অবস্থায় সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য যতটা আলোচনায় ছিলেন, বিচ্ছেদের পর তাদের নিয়ে আলোচনা হয়েছে আরও বেশি। বিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর হলেও এখনও তাদের নিয়ে আলোচনা থামেনি। 

বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন দক্ষিণী তারকা। অন্য দিকে, নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র। 

কয়েকদিন আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এ বার নিজেই নতুন প্রেমের জানান দিলেন। 

সামান্থা এখন ব্যস্ত আছেন সিটাডেলের ভারতীয় সংস্করণের শুটিংয়ে। শরীরে বিরল রোগ নিয়েও এই অ্যাকশন সিনেমার কাজ করে যাচ্ছেন তিনি। 

সিটাডেল-এর সেটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সামান্থা লেখেন,  অ্যাকশনের সঙ্গে আমার প্রেম যাপন। 

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে যে নিজের কাজেই প্রেম খুঁজে পেয়েছেন অভিনেত্রী, তা বেশ স্পষ্ট। 

এনএফ